এক অদ্ভুত প্রেম
                         পূরব ব্যানার্জী
টিপটিপ বৃষ্টির, রিমঝিম ছন্দে,
           শ্রাবনের কোনো এক দুপুরে,
নিরালায় একাকী, বসে জানালার পাশে,
              রবে চেয়ে দিগন্তে সুদূরে।
আকাশের বুকে ওই, ভেসে যাওয়া সাদা মেঘ,
          এলোমেলো বাতাসের ফিসফাস -
না চেয়েও পারবেনা ভুলাতে তুমি প্রিয়,
               রব আমি স্মৃতিরই আসপাশ।।
হয়তো তোমার সুরে, গুনগুনিয়ে সখী,
             রবে কোনো শ্রাবনেরই সংগীত,
তবু সেই গীতালি, ক্ষনিকের মিতালী,
              দেবে এনে অতিতের সম্বিত।।
রবে না সেই গোধুলি, স্বপ্ন স্বর্নালী,
          হয়তো বা রবে না চাওয়া পাওয়া,
শুধু রবে স্মরনে, স্মৃতির ও বাঁধনে,
             কাটাছেঁড়া ঘটনা ফিকে হওয়া।।
হাসি খুশি উচ্ছ্বাস, একরাশ উল্লাস,
                তারই মাঝে চাপা এক বেদনা -
অজান্তে আঁখিডোরে, সবারই অগোচরে,
                     অশ্রুই এনে দেবে চেতনা।।
উতলা পাগল মন, করিবে যে আনছান,
                       কি যেন গড়মিল জীবনে,
কেটেছে শ্রাবন ঢের, কত কি হেরফের,
                      তবু আনমনা কার স্মরনে।।
নাই প্রিয় দোষ মোর, নয় আমি চিতচোর,
                         দোষ যা সব এই হৃদয়ের -
না বুঝে আগেপিছে, সঁপে ছিল তব কাছে,
                 হতভাগা! মায়া ভুলে জীবনের।।
বোঝনি সে ত্যাগ তুমি, বোঝনি সে চাহনি,
                    অকপটে করেছিলে ধিৎকার।
যখন বুঝিলে সখি, না চেয়েও হলে দুখি,
               মেনেছো সে অভাগার অধিকার।।