নবপ্রজন্মের আমন্ত্রন
                  পূরব ব্যানার্জী
হে নবপ্রজন্ম, সতেজতায় ভরা -
প্রকৃতির সবুজ সাথীর দল,
যুগে যুগে তব দৃঢ় বজ্রমুঠি,
তব নির্ভীক হুংকার,
করেছে চুরমার যত অন্যায় অত্যাচার,
ভেঙেছে কারার লৌহকপাট,
মুক্ত করেছে শোষকের,
হিংস্র লোলুপ দৃষ্টিপট হতে,
অসহায় নিপীড়িত শ্রেনির প্রান।
মহাপুরুষের জয়গানে তোমারই আমন্ত্রন।।
যত অলিখিত ক্রিতদাসের দল,
নিদারুণ যন্ত্রনায় -
বাঁচিবার লড়াইএ  বারবার -
তোমারেই করেছে  আহ্বান ,
হে বীর, রেনেসাঁসের অগ্রদূত,
মাতৃভুমির তব প্রতি প্রত্যাশা অসিম,
তব সরল নিষ্পাপ উদ্দাম,
তোমারে করেছে মহাবিশ্বে মহীয়ান।।


তবে কেন সুপ্ত আজিকে তোমার এই মহারুদ্র রুপ  ? কোন দূর্বাষার অভিশাপে হয়েছো বিস্মৃত তুমি ?
জন্মভূমি আজ কপটতার কুৎসিত শৃংখলে -
হয়ে জর্জরিত, করে মুক্তির ক্রন্দন !
এসো হে সুকান্তের উনিশ,
এসো গো রবীর সবুজ,
এসো বিদোহী নজরুলের ছাত্রদল।।
আজি মুছে দাও যত বজ্জাতি,
যত বেইমানী,
যত মেকী সততার দেশপ্রেম।
তব দুরন্ত যৌবনের লেলিহান শিখায় -
আজ জ্বলে যাক যত কুৎসা,
যত দুর্নীতি, অবিচার, যত পাপ।।
এসো হে নবিন, এসো মুক্ত বিহঙ্গের দল,
কেন উদভ্রান্ত আজি, সিদ্ধান্ত করেছো দূর্বল -
কেন সংকির্ন গন্ডির মাঝে,
রেখেছো নিজেরে বেঁধে,
কাঁদিছে ধরিত্রী মাতা অঝোরে নিরবে,
শঠতার দূষনে আজি রুদ্ধ শ্বাস তার।।
এসো হে কাণ্ডারি, ধরো তব কঠিন হস্তে,
মাঝদরিয়ায় বিপন্ন আজি খেয়া,
লক্ষ লক্ষ মূক যাত্রি রয়েছে তোমারি প্রতীক্ষায়,
স্বাধীনতার মিথ্যে আশ্বাসে তারা হারায়েছে -
বাঁচিবার অধিকার, বিভৎস্য এক মানবতাবাদীর নামে !
তুমি নির্মুল করো ভ্রষ্টাচার,
নির্মল করো বসুন্ধরার কলুষিত আঁচল।।
বেঁচে থাক প্রেম, মিত্রতা, ভালোবাসা,
সুন্দর হোক বাঁচার প্রতিটি আশা  -
বিশ্বাস আর সরলতার সৌরভে আজ,
তোমারে জানাই গৈরিক অভিনন্দন।।