সমাধি
              পূরব ব্যানার্জী
কোন সম্মোহনে রেখেছো মোরে আবদ্ধ করে,
তব প্রেমডোরে ওগো প্রিয়ে,
মোর অন্তর্মনে তব উষ্ণ পরশ-
মোরে, করিছে উতলা প্রতিক্ষনে ;
একি প্রেম, না কোনো যাদুকরী আকর্ষন,
তব আলিঙ্গন তরে মোরে করিছে বিভোর,
মোর শান্তি, নিদ্রা, করে লুন্ঠন তুমি,
হানিছো আঘাত অহর্নিশ, জীর্ণ হৃদয়ে মম।।
তব দর্শনে যেন মোর সুপ্ত দেহে,
তপ্ত আগ্নেয়গিরির গলিত লাভার উচ্ছ্বাস,
শিহরীত করে মোরে রন্ধ্রে রন্ধ্রে -
বিস্মৃত করে মোর অস্তিত্ব ক্ষনিকের তরে।
মহাশুন্যে একাকার হয়ে অন্তরাত্মা,
অশরিরী দেহ লয়ে মোরে সত্বাহীন করে।।
এই কি সেই মহাসমাধির এক রুপ,
আত্মবিস্মরণে যাহা যায় দিয়ে অনুভব,
মহাযোগের আত্মনিবেদনে তৃপ্ত শান্তিরে।।