বন্ধুত্ব
                    পূরব ব্যানার্জী
জীবনের শ্রেষ্ঠ সম্পদ বন্ধুত্ব ,
অজান্তে প্রাপ্ত বেঁচে থাকার মূলমন্ত্র -
নাই সংকোচ, নাই লজ্জা, নাই অসম্মানের ভয়,
নাই উঁচু নিচু ভেদাভেদ, নাই অবিশ্বাস সংশয়।।
বিধাতার কাছে ঋণী এই আদমসন্তান সব -
পরাজয়ে বুকফাটা কান্নার এ যে উন্মুক্ত দ্বার ,
উৎকণ্ঠা ছাড়াই করিতে যে কোনো আবদার !
নাই যেথা ন্যায়অন্যায় এর বিচার ,
নাই  কোনো প্রতিদানের অঙ্গীকার ।।
হে বিশ্ববিধাতা , হে এই সুন্দর মোহিনী ধরণীর স্রষ্ঠা -
জীবনের খেয়া পারাপারে দিয়াছো সুখের সাথে যে যন্ত্রনার গ্লানি ,
বিনা রক্তের বন্ধনে তব এই অমূলক উপহার ,
ধরণীরে করেছে স্বর্গের মহারুপ ,
ধন্য আমি , ধন্য এই পৃথিবীর জীবকুল ;
আসি যদি ফিরে মাতৃত্বের আকর্ষণে ,
যদি ফিরি ভবে ফের ভাতৃত্বের টানে -
বন্ধুর রুপে যেন পাই সকলেরে এসে ,
বঞ্চিত কোরোনা মোরে এই শ্রেষ্ঠ প্রাপ্তি হতে ।।
বন্ধুর মুখে দেখি নিজ আত্মবলের ছায়া ,
চোখে তার দেখি মোর বাঁচার আশ্বাস -
কটু কথাও লাগে যে মুখে অমৃত সমান -
নাই দুঃখ ,নাই জ্বালা , নাই অভিমান ,
বন্ধু বিরহ ,বন্ধুর হৃদয়ে আঘাত ,
বেঁচে থেকেও এযেন মৃত্যুর সমান ।
শুনেছি দেবতার যত সাধন ভজন ,
বন্ধুত্বই সেরা পথ করে অসাধ্য সাধন ,
দর্শনে যার ফিরে আসে হারানো বিশ্বাস ,
যেথা সব বিসর্জন , সেথা বন্ধুর নিবাস ,
নাই লজ্জা , নাই খেদ, এ কোন অধিকার !
জোর করে পাই যাহা , যেন ন্যায্য দাবীদার ;
বিজ্ঞান , আধুনিকতা বা যত সংস্কার ,উন্নয়ন ।
বন্ধুত্বই রাখিবে ধরে সৃষ্ঠির সম্মান ।।