ছড়া কবিতা


অবাক কথা
           পূরব ব্যানার্জী
আজব খেলা চলছে দেশে
বিজ্ঞ-জ্ঞানীর ভিড়ে -
দেশপ্রেমিকের ছড়াছড়ি
শহরতলি জুড়ে।
পাড়ার-মোরে, চা-দোকানে
বাসে ট্রেনে পথে
কিশোর-যুব-বৃদ্ধ-বালক
ফুঁসছে ক্রোধের সাথে।
চোখ ঘুরিয়ে বুক উঁচিয়ে
ফুলিয়ে গলার শিরা -
ঘরে বসেই খুঁজছে ভীষন
দেশদ্রোহী কারা ?
চোখের সামনে ঘুরছে দেখে
বেঈমান আর কাফের
কেউ বা তাদের শাষক শ্রেনী
কেউ বিরোধী ঘরের।
শুঁষছে যারা দিবানিশি
রক্ত মাতৃভূমির
ভদ্রবেশে তাদের মাঝেই
মুখে মুখোশ মেকীর।
স্বার্থ বশেই সেই দাদাদের
মহান করার নেশাই
তোষামোদি লেহন পূজন
আপন সাথে লড়াই।
হচ্ছে বলি দেশের তরে
সীমানাতে জোয়ান।
বেঈমান রা দেশ কে বেচে
ভেক নিয়েছে মহান।।
দিবালোকে দিচ্ছে ভাষন
অবাক করা ভিড়ে
কামুক নেশায় করছে মাতন
তারাই রাত গভীরে।
দুঃখ এটাই দেশ দুনিয়ায়
এরাই আজকে মহান।
বীর পালোয়ান দেশপ্রেমীরা
গায় এদেরই গান।।