কুজ্ঝটিকা
            পূরব ব্যানার্জী


শরৎ এর নিস্তব্ধ রাতের গভীরতায়
নব-যৌবনা শিশিরের সাথে
হিমেল হাওয়ার সখ্যতা,
শিউলির বুকে গুঁজে দেয়
যাদুকরী নেশা,  
শ্বেতপদ্ম গুলি সারি সারি
রয় চেয়ে পূবাকাশ পানে  
রবিকরের তরে -
আপনারে দিতে পরিচয়।।
জোৎস্নার লুকোচুরি ভাসা মেঘ সনে,
তারি মাঝে -
নিঃসঙ্গ সচকিত নিশাচর
চাঁদ খুঁজে মরে !
উৎসবের আগমনি গানে
দিবসের ব্যস্ততার রেশ রয়ে গেছে
নির্জনে আছে বেঁচে শব্দের
বাঁচা কম্পন !
পথে-ঘাটে আনাচে-কানাচে।।
চাপা গোঙানির সূর মিলেমিশে
ব্যর্থতা ঢেকে রাখে
আভিজাত্যের মোড়কে !
অভাবের সংসারে।।
কাশফুল স্থির হয়ে আনমনে
অভিমানে ছন্দ হারায় -
যান্ত্রিক হৃদয়ের অভিনয়ে ।
শঙখচিল বিদ্রূপ হাসি হেসে
পাড়ি দেয় অনন্ত আকাশে,
অজানা সন্ধানে !
আনন্দধারা বহিছে ভুবনে  -
বেদনার সনে।।
নির্বিকার জীবন্ত শব যত
স্রোতের ভাঁটায় গা ভাসিয়ে
জোর করে হাসি মেখে মুখে
মশকরা করে
জীবনের জীবন্ত দলিল সাথে নিয়ে।।