"মধ্যবিত্ত
                  পূরব ব্যানার্জী


দৈনন্দিন জীবনের আভিজাত্যের প্রতিযোগিতায়
গরম নিশ্বাস হাঁফ ছাড়ে আমার -
সামর্থ্যের আড়ালে,
কৃত্তিম হাসি আর মাংসপেশির টানে
ভীরে মাথা তুলে দাঁড়াবার মরীয়ার প্রয়াস
করে কটাক্ষ আমায় !
আমার দামী পোষাকের
নিচে লোকানো ছেঁড়া অন্তর্বাস।।
বাস্তবতা কে অস্বীকৃতি দিয়ে প্রতিদ্বন্দ্বিতা
চলে অসাম্যের লড়াইএ -
রান্নাঘরের চিলেকোঠায় আরশোলা করে হাহাকার।


গৃহিণীর উষ্ণ আলিঙ্গনে ঋনের সুদের তিক্ততাকে
যায় ভুলে সাময়িক শরীরি সুখের নেশায়।।
চুম্বনে নিরাসক্তি, অধরার শুষ্ক নির্যাস আর প্রেমালাপ -
অভাবের তারনায় বৈষম্য হারায়।।
অসমাপ্ত রজনী কাটে
সিলিঙের পাখার সাথে দিয়ে সুর
কখনো দুঃস্বপ্নে কখনো বা
মিথ্যে অলৌকিক আশ্বাসনে।।
বিবর্ণ সকাল আসে নিয়ে ফের
আর এক নতুন দিনের ফর্দের তালিকার সাথে
একরাশ প্রয়োজন আগামীর।
দীর্ঘশ্বাস আর ব্যস্ততা বেঁচে থাকার প্রসাধনী হয়ে
চায়ের দোকানে উঁকি মারে
পকেটের জীর্ণ মানিব্যাগে,
ভীড়ে ঠাসা বাসে ঘামের গন্ধে মুখগুঁজে
আড়িপাতি সহযাত্রীর প্রলাপে -
ব্যার্থতায় সুখ খুঁজে পেতে।
জীবনের খুশী ভুলে লড়ে যাই প্রতিদিন
মধ্যবিত্তের টিকে থাকার সংগ্রামে।।