রুপান্তর
            পূরব ব্যানার্জী


ভালোবাসা তুমি আজ ঘিঞ্জি অট্টালিকা ঘেরা শহরের,
ভাঙা চিলেকোঠা দিয়ে উঁকি দেওয়া  -
শীতের এক চিলতে রোদ।


প্রখর রৌদ্রের গুমোট ভাদুরে গরমে
তুমি উড়ে আসা ক্ষনিকের দমকা হাওয়া -
অশান্ত হৃদয়ে অস্থায়ী প্রেমের ছোঁয়া দিয়ে যাও,
আর কাম বাসনার পুঞ্জিভূত ফেনা হয়ে
প্রচন্ড সমূদ্রের জোয়ারের মতো
জাগো আচম্বিতে  -
তারপরেই হারিয়ে যাও সাগরের বুকে হয়ে দিশাহারা।।


ভালোবাসা তুমি আজ বীজগণিতের ফরমালা হয়ে
এক্স ধরে উত্তর খুঁজে নাও -
ভিটামিন টনিকে তুমি রঙ ফিরে পাও,
রামধনু খুঁজে পেতে প্রিজমেই হাতরাও,
জীবন্ত লাশ গুলো সুর দিয়ে গান গায়
অর্কেস্ট্রা আর রেমিক্স নাচেগানে মাতামাতি  -
এ্যালবামে ভালোবাসা ছড়াছড়ি যায়।।


ভালোবাসা আজ জৈবিক শুধু প্রেমিকের নকশায়  -
বিকৃতি আর আধুনিকতায় আবদ্ধ
কেবল দেওয়ানেওয়া সুখ চাই।
আর উঠেনা জোছনাকুমারী মেঘবালিকার সাথে,
বিনিদ্র রজনি কাটে নাকো আর প্রেমিকার স্বপ্নতে ;
চঞ্চলতা, ব্যস্ততা আর সংঘাত পদে পদে,
হত্যা হচ্ছে  আজ ভালোবাসা প্রতিপদে প্রতিক্ষণে।
শুধু আপনারে ভালোবাসা আর আপনার মাঝে থাকা  -
উদ্ভট যত আজগুবি রোগে পুড়ে যায় ভালোবাসা।।


হাহাকার করে ভালোবাসা আজ ট্রামে বাসে ফুটপাতে -
কবির কান্না, কবিতার টানে, শ্রাবণের বর্ষনে,
বেদনাহত লায়লা মজনুর আছড়ে পড়া অভিমানে  -
ভালোবাসা তোমায় আসতেই হবে ফিরে বসন্তের শোভা হয়ে,
নদির ধারায় সুর দিয়ে তোমায় গায়তেই হবে গান,
ভালোবাসা ছাড়া সৃষ্টি বৃথা - ভালোবাসাই ভগবান ;
ভালোবাসায় নিয়ে আসবে আবার
বেঁচে থাকার অভিধান।।