আমাদের সময় টা অন্য,
ভালবাসলে অনেক দুঃখ ছিলো।
জীবনের ও জীবিকার প্রতিবন্ধকতা ।
না পাওয়ার যন্ত্রনা কুরে কুরে খেতো।
সৃষ্টি হতে কত প্রেমের কবিতা।
পেয়ে হারানো ছিল বেদনার
কত স্মৃতি জড়িয়ে চোখের জল।
প্রেমিকার বিয়ের দিন,
ভিজে চোখে বলতে পারতাম ,
ভালো থেকো, ভালো হোক তোমার।
হয়তো তোমার বিয়ের দিন ঘরছাড়া।
মধুপুর কিংবা শিমুলতলা।


কোনো দিন মনে হয়নি
জ্বালিয়ে দি ওই মায়া মাখা মুখটা
এসিড বাল্ব এ।
কেন এই অসহিষ্ণুতা,
আজ ও বুঝি না,
কেন এই হিংস্রতা,
ভেবে পাই না।


ভালোবাসার পূর্ণতা ভালোবাসাতেই, ভালোবাসা হীনতায় নেই ভালোবাসা।


যাকে বেসেছো ভালো
তাকে দাও মুক্তির আলো,
যদি সে আসে ফিরে
সে তোমার চিরতরে,
যদি কোনোদিন না ফেরে
তোমার দুয়ারে,
যেন ছিলো না সে তোমার কোনো কালে।