ছাই চাপা ধিকি ধিকি আগুন
জ্বলে নৃভিতে নীরবে,
যেন কোথাও একটু বেঁচে থাকার আশা
জেগে থাকে অলক্ষ্যে।
শেষ শক্তিতে কেউ যেন লিখে চলে বিপ্লবের ভাষা প্রতিবাদে,
অশক্ত শরীরে কেঁপে ওঠা কলমে
তবুও বেজে ওঠে রণ দুন্দুভি,
তলোয়ারের চেয়ে ক্ষুরধার তোমার হরফে,
শত্রুতা তোমার জলে,দক্ষতা তোমার জ্বলে
নুয়ে পড়া হাতে, মোটা কাঁচের মধ্যেই তোমার বিদগ্ধ মনে
পরের পর উঠে আসে মননশীল কবিতা থেকে জীবনের এক টুকরো অণু ছবি,
তুমি কবি ।
কখনো তুলি তে , হয়তো কালিতে নানা রঙ এ তুমি হয়ে ওঠো অদ্বিতীয়া
চিনেছি তোমাকে , না ও বা চিনেছি
হাতে সুচ সুতো ফুল কাটা নক্সী কাঁথা।
লুকিয়ে আছে কত রূপকথা,
তোমার আনাচ কানাচ ।
তোমার বিদ্রোহ আজ কাল,
যেন 'দ্রোহ কাল',
আজও অদ্বিতীয়া , অন্য পথে ভ্রমি,
আজকের নারী , অন্যরূপে রুমি ।।