ভিখারী তুমি করেছ মহান, অব্যক্ত সম্মান
চর্মচোখে বেদনার ক্ষত হয়েছে অবিরাম ,
কুঞ্চিত হও্,চকিত হও ,সচকিত হয়ে দেখ
গোল্ড মেডেলে কালিমার দাগ,হীনতায় জাগে কত!
ভিখারী তুমি রৌদ্রখরে দহিত বা যদি হও
ভিখারী আমি পূজি সে তোমায়,আত্মার কথা কও
খরাদগ্ধ পুন্ড্রভূমি মৃণালীনি ব্জ্রবাংলা
ধর তারে প্রিয়া,পাও না জানিও বিবাগী সম্পূর্ণা ।।
আকাশ দেখনি,সস্তা দেখেছ,সস্তায় কেনা জল
বিহারিণী জাগে গোবরে পদ্ম,চন্দ্রাত্মায় পল
পলান্ন মাঝে যদি বা প্রিয়া অরুচি কভু না আসে
পান্তার দাম শৌর্য্যশিখরে কেন সে বিশ্বভূমে??
কালিমায় ঢাকা অসত মেধা পায় যদি সম্মান
কেন কর বলো গ্রামবাংলার ছন্দের কলতান????
সূর্যদাগে ক্ষত ক্ষত দাগ,পুঁজগুলো ঝড়ে পড়ে
স্বর্গ থেকে আশীর্বাদ,বর্ণে ছন্দে ঝড়ে
লাথি ঝাটা মারে শত বুট,কত গাড়ি করে খেলা,
শ্রেষ্ঠ তবু অভিশাপ নহে,কলংকে নয় গাঁথা ।
শ্রেষ্ঠ ভিখারী চন্দ্রবর্ণা অশ্রু হয়নি কারো
শ্রেষ্ঠ তুমি শ্রেষ্ঠ ভিখারী শুদ্ধাত্মায় বাঁচো!



আকাশ থেকে বর্ষে পড়ুক আশীর্বাদের ছন্দ
              জনম জনম বেঁচে থাক তুমি,প্রকৃতি করো শুদ্ধ ..................।।