আমি থামব না আর থামব না আর এই পথে  
                                মৃৃত্যু যদি দাড়ায় এসে পথ ধরে,
তবুও আমি চলব আশার হাত ধরে।                                        


যেদিন মনের থামবে চলা ,শেষ পথে,
               শুকোবে তরু জীবনক্ষণের শেষ প্রাতে ।
যেদিন জগত চাইবে আমার মুখপানে ,
              সেদিন আমি ছাড়ব তাদের সেই ক্ষণে।


যেদিন আঁধার দেখবে  জগতবাসী
              থাকবে না কেউ হবে  পথের সাথী,
সেদিন তারা কাঁদবে শুধু নদ পানে
              চাইবে আশার শুধা কেউ দিক এনে ,
সেদিন আমি ছাড়ব তাদের সেই ক্ষণে।


মৃত্যু আমার নয়   অতিদূর
     দেবে আমায়    আশার সিদুর ,
বাঁচব আমি  নতুন করে
     ভালোবাসার হাত ধরে ।


একলা হাসি একলা কাঁদি ,
একলা চলি পথ ধরে ,
তাইতো বুঝি চলতে শিখি
নতুন গানের সুর তু্লে ।


আমি থামব না আর থামব না আর এই পথে
                   মৃত্যু যদি দাঁড়ায় এসে পথ ধরে ,
তবুও আমি চলব আশার হাত ধরে ।
যতই তুমি ডাকবে   আকুল হয়ে ,
      ততই আমি চলব আপন   সুর তুলে ।


বিশ্বজনীন রক্ষাকারী
   রক্ষা করে আমায় যে ,
দ্বীপ জ্বেলে যাই জীবন পথে
      নতুন আলোর খোঁজ চিনে ।