যে জন তোমারে বন্ধ ঘরে
রেখেছে অন্ধকারে ,
যে জন তোমারে দিয়েছে জরা
জীবনের চলা পথে ।
নয়নের আলো কাড়িয়া লইয়েছে
স্বপ্নেরও আশা থেকে ,
দাও ভেঙে দাও শত্রুর গতি
বিনাশও পশ্বাধমে ।
রক্ষা করো আপনারে
যদি থাকে মনে তব আশা ।
বিনাশও করো অসুরেরে ,
দিয়েছে শিকলও ভাষা ।
হৃদয়ের গান,
আছে কলতান
হৃদয়ের সীমা জুড়ে।
চলিব আমি
পড়িব ফাঁসি
শপথের আহ্বানে ।
জীবনের ছবি সৃজিব আজি
জীবনেরে বলিদানে,
সময়েরই আহ্বানে।