যেখানে উল্কার মতো ঝড়ে পড়ে তারারা
         হাহাকারে জর্জরিত হৃদয়ের উৎসারিত আগুন ,
দমবন্ধ হাঁসফাঁসে জ্বালা ধরানো নীরবতায়  ,
          অতৃপ্ত আত্মাদের কান্না ।


আমি একাদের দেখি , একাকীত্ব দেখি
           ফাঁকা অনুভবে বেড়ে যাওয়া দূরত্ব দেখি ,
গগন চিড়ে দৌড়োনো বিদীর্ণ আর্তনাদ দেখি ,
চামড়া খসে পড়া কুকুরের কান্না দেখি  ।


হাতুড়ি পেটানো শব্দ শুনি ,শুনি কালো হয়ে যায় নন্দন
             হৃদয় লেগে হৃদয় চেড়া
                     এ কোন‌ জীবস্পন্দন


বিরাগ পথিক ভিক্ষুক দেখি ,মন ছাড়া দেখি মানুষ
লাল জবা ফুলে রক্তের দাগে ,ক্ষয়ে যায় সব ফানুস
কুটুস করে যায় চলে সব ,পুটুস করে আসে
        মাঝখানে তার ঝলসে হেসে
                           শব্দগুলো কাঁদে !