নিঝুম নির্ঝরের মতো
ধূপছড়ানো মাতাল মাতাল শব্দের মতো,
আমি নিঃস্তব্ধ বালুকণার মতো
অতল রাজনীতির প্রত্যক্ষদর্শী ।
তোমাদের কূটনীতি ঈর্ষার তীব্রতা
আমার পদদলিত নোংরা জল,
অন্তস্থ ইতিহাসের বৃত্তি
সামর্থ্য আর প্রতিভার শক্তি !
উজ্জ্বল অগ্নিতাপে
প্রবল প্রতিশোধের আড়ালে,
ফিরে আসে মহাভারত!
তিলক পড়ে
যোগ বিয়োগের হিসাবে
নিরুত্তাপ বাক্যে
এক ভয়ংকর অস্ত্বিত্তে
বিনাশ অবশেষে !