এক পশলা বৃষ্টির পর
      জ্বলে নেভে সন্ধ্যে ,
আমি জোনাকির ডাকে অবাক‌ তাকিয়ে
       হিসেব গুনি অজান্তে !


সময় কমে সময় চলে
     বয়ে যায় স্রোতে পাতা ,
দুলদুল তার অঝোর কথা
       কতনা আবেগ মাখা !


মানুষের চোখে মন রাখা মন
             গভীরে লুকায় ব্যথা ,
আমি ,তুমি আর অন্তঃকরণ
         সূত্রে সূত্রে গাঁথা ।

শয় শয় খোদা এক ঘরে রয়
          আমার মাঝে আমি ,
তম তম শূণ্যে লুকোনো
          বিরল পদ্মভূমি !