দোলন চাঁপা দোলন চাঁপা
তোমার বাড়ি কই,
গোলাপ ফুলের পাপড়িগুলোয়
ভ্রমর বসে রই !


শিমুল ফুলের চোখদুটোতে
হরিণ হরিণ ছাপ ,
টুকুর টুকুর ফুটছে বলি ,
তাক ডুমাডুম তাক !


লাল জামাতে বেঞ্চে করে
একলা বসে ফুল ,
মন খারাপের কথাগুলো
বলছে তুলতুল ......।


ফুলের গায়ে চিমটি দিয়ে
দিচ্ছে ব্যথা সব,
আগলে রাখি হাত জড়িয়ে
ঠক ঠকা ঠক ঠক !


আদর দিয়ে মায়া দিয়ে
রাখতে যদি জানো ,
চাঁদ উঠেছে , ফুল ফুটেছে
শিমুল শিমুল বলো ।


নোটঃ আমাদের জীবনের প্রিয়মানুষগুলো কখনো কখনো ভেতর থেকে চাপা কষ্ট বয়ে নিয়ে বেড়ায় যেটা হয়ত আমরা জানতেও পারি নাহ। প্রতিটা মানুষের মধ্যে ফুলের মতো তুলতুলে একটা মন থাকে। আশেপাশের মানুষ আর পরিবেশ সেই ফুলগুলোকে চিমটি কেটে  কলঙ্কিত করে দেয়,আহত আর ক্ষতবিক্ষত করে দেয়। প্রিয়মানুষগুলোর ক্ষেত্রে আমরা এখন শুধু ভেবে বেড়াই কি পেলাম ।আমরা শুধু ভাবি প্রিয় মানুষটার কি কোয়ালিটি আছে ।আমরা ভাবি আমরা প্রিয় মানুষগুলোর থেকে কতটা কেয়ার অর হ্যাপিনেস পেলাম।
সম্পর্কে কখনো হিসাব চলে নাহ ,বিচার চলে না। অপরের সার্বিক শান্তি আর আত্মিক উন্নতি নিঃস্বার্থভাবে সাধন করার নাম প্রকৃত বন্ধন।  পৃথিবীতে ভালোবাসার প্রচুর অভাব।একটা সুন্দর পৃথিবীর জন্য ভালোবাসা জিনিসটার খুব দরকার এখন। আমাদের কাছের মানুষগুলোর বিশ্বাসকে আগলে রাখার চূড়ান্ত সময় এখন।আমি এমন একটা পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে নিশ্চিন্তে হেসেখেলে বেড়াবে বিশ্বাস।আমি এমন একটা পৃথিবীর কল্পনা করি যখন আমরা ভালোবাসতে শিখব। সেদিনই হবে আমাদের প্রকৃত মুক্তি !