যেখানে সত্য ভ্রম
দগ্ধ করা মিথ্যের মতো ,
সিক্ত শূণ্যে মিথ্যের সত্যি
জাগরণ করা বিবেকের মতো ।


আমি কবিতার ভাষা লিখি
কলমের ভাষা লিখি ,
আমি যুগে যুগে শত তত্ত্ব ,
বৈশ্য , শূদ্র জানি !


যেখানে বিধাতা বসে আছে ঐ
মানুষ যেখানে দুই ,
দুইয়ের ভাষায় একক তত্ত্ব
রাত পোহালো কই ?


জাগ্রত হৃদয় ক্ষমা করে যেন
ভালোবাসা প্রতিক্রিয়া ,
হিসেব বড় সহজ যেন
বুঝে নাও বিক্রিয়া !