আকর্ষণ উবে গেছে !
                উবে গেছে কর্পূরের মতো,
                           হাতের বাঁ পাশে রাখা ন্যাপথালিনের মতো ,
                                       রাস্তার মোড়ে দাঁড়ানো মিষ্টির মতো ,


উবে গেছে প্রজাপতি পাখি রঙ ঢং
                          উবে গেছে সকাল রাত ,
উবে যাই আমি,উবে যাই ডানা
                          ঘুম নির্ঘুম আর অগাধ ।


দুচোখে দেখি , দুহাতে ছুঁই , বলি চিরচেনা টুইটুই
দুকানে শুনি , পাশটা দেখি , চাওয়া-পাওয়া নাত ছুঁই
না আশা , না মায়া  ,না মোহ শঙ্কায়
মুক্ত-স্বাধীন , তাধিন-তাধিন , নিরব কল্পনায় !


বিজন বিজয়ে  ,নিরব সরবে , আমাতে আমি অদ্য ,
আমিতে আমি , কালের গর্ভ , আমাতে বাজে শব্দ।


মঙ্গল দোষে মাঙ্গলিক , রাজযোগে রাজ্য
হারাই ইচ্ছা সংসারে কেন? কেনা বেঁচা হোক বদ্ধ।
প্রিয় বাহুতে যুবতী প্রিয়ারা, বাহুডোরে দ্বার বন্ধ ,
বাহুতে না আশা  ,পরপারে তরী , খোলো খোলো দোর অদ্য।


চেয়ে চেয়ে দেখি  ,সাদার আকাশ  ,ছেঁড়া ছেঁড়া মেঘ যায়
কনকনে শীত, বসন্ত আর  বর্ষায় শোয় রাত
উদ্ভট খেয়ালি , খেয়াল না নিছক অরুচিতে ভরা স্বাদ,
সংসার সম্বন্ধে লাগে , রুচিহীন প্রলাপ
প্রলাপের কাছে পিপীলকা ছোটে  ,সব পেয়ে তারা মুগ্ধ
মুগ্ধতা মরে  ,সময় মরে  ,বাঁচে কেবা আজন্ম ??


দেখে নেওয়া শেষ , চেখে নেওয়া শেষ , মনের চোখে আয়না
আয়নায় চড়ে বিশ্ব দেখেছি,আয়নায় চড়ে দৃশ্য !


নিছক লাগে ,অসত প্রকৃতি , পরম তো তা নয়
নিছক লাগে অস্তিত্ব কেন ? পরাধীন কেন হয়?


যা কিছু মহান, যা কিছু এক , যা কিছু একা সত্য
ঠেসে দাও ভরি , বিরাগ প্রাণে        
             তুলে নাও আরও দূরে
                     তারাদেরও ওপারে .....................।।


অপ্রাসঙ্গিক ঃ


অরুচি ,পাওয়ায় অরুচি, না পাওয়ায় অরুচি ,আশায় অরুচি ,নিরাশাতেও অরুচি,জন্মে অরুচি ,মৃত্যুতেও অরুচি।না আছে হতাশা না আছে সাফল্যের গর্ব। সময় ,কাল,স্থিতির বাইরেও কোনো এক স্থিতি যা টানে কিন্তু কাছে যেতে দেয় না।একি শুধুই উদ্ভট খেয়াল নাকি আরও গভীর কিছু। মহাবিশ্বে কি শুধু একটা ডাইমেনশন নাকি আরও অনেক অনেক।জীবন কি শুধু মাত্র একটা রূপান্তরিত রূপ নয় যার শুরু আর শেষ হয়। মানুষ নাকি মরে।আসলেই কি মৃত্যুতে সব শেষ হয় না আরেকটা নতুন শুরু হয় নতুন কোনো ডাইমেনশনে।এই পরিবর্তন এক স্তর থেকে অন্য স্তরে রূপান্তর এমন কেন হয়। সমস্ত পরিবর্তনশীল স্থিতি উড়ে গিয়ে এমন একটা স্থিতির উপলব্ধি হয়ত কল্পনা যা শুধুই সত্য ,অপরিবর্তনশীল ,অটুট দৃঢ়  ।জীবন ,জন্ম ,মৃত্যু ,শক্তির রূপান্তর এসব কিছুর বাইরে যা হয় তাকে উপলব্ধি করলে কেমন হয়? আসলে তা কি হবে