এত শত কবিতার মাঝে,
ঝলমল মঞ্চের শব্দের মাঝে ,
ঘুরে ফিরে আনন্দের মাঝে ,
পেটে কবিতা ধরে না ,
আমি অজস্র ভিখারীর সাক্ষী !


আমি জুতো দেখি,ছেঁড়া
চোখের কোণে আয়েসের আশা ,
একমুঠো সোহাগের পিপাসায়
শত জন্মের আবদার !


আমি আশা দেখি ,
নিষ্প্রাণ দুচোখে ।
আমি ভাষা দেখি ,
নির্জীব কাঁকন আর দুলে !


আমি শিশু দেখি অভাবী ,
পেটের দায়ে পড়তে বসা মেধাবী ,
ইচ্ছার বিরুদ্ধে ক্ষুধায়
বিবস্ত্র বেঁচে থাকা !


আমি রোজ হাঁটি ,
নিয়নলাইটের আবছা গলিতে ,
একমুঠো আবদারের
হাসি কান্নার ভীড়ে.....................!