আমি তার চোখে সমুদ্র দেখি
           বিচূর্ণ হয়ে যাওয়া গিড়ির মতো
রক্তচোখে উৎকট গন্ধ দেখি
              ডুবে যাওয়া সূর্যাস্তের মতো
  রাতের বিদিকে কালো ধোঁয়ায় তপ্ত ঘায়ের আঘাত
গাঁজা হাতে নেশা ঘোরে মস্তিষ্কে বিচিত্র আভাস


আমি শ্বাস নেই ,নেই না
আমি উন্মাদ,উন্মনা
আমি নিরাসক্ত, নিষ্পাপ
তুমি বল পাপ,নিরূত্তাপ


আমি পাপী,আমি দুর্ভাগ্য, অভিশাপ
লোকে বলে ঝাটা মেরে
উৎকট পরিণাম



আচ্ছা সেফু কেমন আছ
            খুব দুপুরে একলা কাঁদ ?
সবুজ পাতায়, রোদের কথায়
              ডুকরে উঠে বৃষ্টি ভেজো ?


তোমায় দেখে ভালোলাগে
         আনচান মন হালকা কাঁপে ,
ভাঙা হৃদয় কেন হেসে
             বাসল ভালো এত্ত রেগে !


তুমি থাক উতোপিয়ায়
         রঙিন দেয়াল, সোনার থালায় ,
বন্ধুরা সব তোমার পাশে ,
দূর রেখেছে,একলা করে ।


ঠাণ্ডা ভীষণ,অকাপ বোতল
     নেশায় সেফু ইতল বিতল ,
অকাপ বোতল দশটি এনে
  করছে নেশা , মনের ঘোরে ।


উতোপিয়ার মালিক মেজর
           দুখান মেয়ে হীরের আঁচল ,
সেফুর নজর সব মেয়েতে
           খেপল মেজর এক সেফুতে ।


আচ্ছা সেফু এমন কেন
             হতিস আলো, বাঁচতি ভালো
প্রেম কেন আজ ধোঁকা দিল
               লক্ষী ছেলে বেশ্যা হলো !


রাত বারোটায় পটটা করায়
             হরাইরাতে মনটা জুড়ায় ,
দুদিন পরে কারা আসে
      মন বসেনা ঘরের দোরে?


সেফু সেফু কেমন সেফু
       ঘুমের ঘোরে মনে পড়ে ,
সেই গাঁটালি নদীর পাড়ে
        হতুম ভালো বাচ্চা হলে !!!