অন্তর্জালায় দগ্ধ
শয় শয় শিল্পীর মাঝে
জিতে গেছি
জীবনের অভিযানে


স্পন্দিত প্রাণ, নন্দিত তান, ছন্দে ছন্দে লয়
ধিনধিন ঢাক, চলে অবিরাম ,সুষমা মধুময়
প্রাণের প্রিয়ার সতত প্রেমে সততা তন্ময়
বিশ্ববিজেতা জীবনীশক্তি ,অক্ষত অভয়


বিষবৃষ্টিতে যখনি মোদের, প্রাণে দুঃখ বয়
যদি বা কখনো আত্মগ্লানি, ফোঁটা ফোঁটা জল হয়
যদিবা কথন অজাচার হয় , কর্ম দুষ্ফল
যদিবা মোহ পূর্ণ হয়, ইচ্ছা স্থিতিময়
বুদ্ধি বিবেক আচ্ছন্ন ,দর্শন অপূরণ


হও না তুমি ভূস্বামী তবুও দিক ছাড়া সমীরণ!


আন্তরিক শান্তি , পিউওর ইমোশন পজেটিভ এনার্জির অভাবে ভুগতে থাকা আধুনিক সমাজ আর যান্ত্রিক পৃথিবীর মাঝে ফুল স্পিড অব স্পিরিট নিয়ে বেঁচে থাকা কঠিন।এর জন্য দরকার হয় গতানুগতিক ট্রেন্ডের বাইরে একটি ভিন্ন জীবনব্যবস্থা,ভিন্ন দর্শন আর ভিন্ন চেতনা। বিরল,অমূল্য কিন্তু দরকারি কিছু অর্জন করাটা দারূণ সফলতা !