ঢং করিনি ,রঙ করিনি
নাম কিনতে দাম বেচিনি,
সাত আকাশের সুখ খুঁজিনি,
লাল গালিচায় মন বুঝিনি ।


আস্ত ঘোড়া ,খেলছে পাশা
গাধা ছোটে বাঁচা বাঁচা,
উপসে মরে মনডাকিনি
রাজকন্যে পূজোয় বসা ।


দোরের পরে সবুজ বাগান,
সুখ খুজে যায় ,টাকার পাঠান
গোলাপ শুঁকেও মন না জুড়ে
টিং টিং টিং ঘণ্টা বাজে ।


এই ছেলেটা ভেলভেলেটা,
ভীষণ ভালো লাগে,
অলিক কুমার জাদুয় মাখা
আমায় ভালো রাখে :)

work of poets is to write.it does not mean all the creations will be related with the creator