বোকা পৃথিবীর অন্তরালে
               প্রজ্ঞা অনন্য শক্তি,
ধসে দিতে পারা স্ফুলিঙ্গ
                  নিত্যতার বুদ্ধি।


যখন আমি পঞ্চইন্দ্রিয়কে মুক্ত করি
                   আত্মমন্থনে অতীতের ঘরে,
বিশ্ব ভূমির অজ্ঞাতে,
            জন্মানো নৃত্যের সাথে।


মুক্ত ইন্দ্রিয় অপার ক্ষমতার আঁধার
                    মুক্তমনা অজেয় ,অসম্ভব সম্ভার
জিতেন্দ্রিয়ের সূক্ষ্ম বিচারে
              বোকামন শুধুই পরিহাস।


জিতেন্দ্রিয় বিশ্বের দরবারে,
               এক ভীষণ গুপ্তস্থান হতে,
তারপর ইন্দ্রিয়ের বিনাশ
              স্বহস্তে স্বজ্ঞানে।


বোকা পৃথিবী ভাবে
এ আসলে কে!


বহির্জগতের সর্বোচ্চ অনুভবে
             সমাজ,ব্যক্তিমনের উপলব্ধিতে,
এক অনুসন্ধানী তত্ত্ব খুঁজতে ,
                পঞ্চ ইন্দ্রিয়ের বিনাশ।


অতঃপর রহস্য উদঘাটন করে,
জিতেন্দ্রিয়রা আসে ফিরে
নিজ নিজ ঘরে!