পাঠকের চয়েজ না বদলালে লেখকদের লেখার লেখার বিষয় বদলানো একার পক্ষে কঠিন। পাঠক যতদিন না মননশীলতাকে জীবনে গুরুত্ব দেবেন,একা একজন লেখক মননশীলতার বিকাশ ঘটাতে পারবে না। তরুণ প্রজন্মের মনে যতদিন না নিজেকে লুতুপুতু প্রেম , তথাকথিত সার্টিফিকেট, গোল্ডেন এ প্লাস এর তকমা  আর বিলাসিতা থেকে  বার করার ইচ্ছা জন্মাবে লেখকরা কখনোই একক প্রচেষ্টায় বর্তমান অস্থিতিশীল সংস্কৃতি ও কুরুচিপূর্ণ মানসিকতার নির্মূল করতে পারবে না।  পরিস্থিতিতা অনেকটা এরকম যে নিজের বাচ্চা drug addicted ।drug এর জন্য সে পাগল হয়ে আত্মহত্যা করতে যাচ্ছে আর আপনাকে বাধ্য হয়ে সেই drug supply দিতে হচ্ছে যেখানে আদতেও আপনি মন থেকে সেটা দিতে চান না ।খুব কঠিন একটা সময়ে আছি আমরা ।