সূয্য তুমি পদ্ম হয়ে
আইসো চাঁদের ঘাটে ,
সোনামুড়োয় বসতে দেব
রূপোয় দেব খেতে ।

তরী করে তুলে নিয়ে
স্রোতে দেব পাড়ি ,
মেঘের সাথে আড়ি করে
বৃষ্টি দেব ভারী ।

ভিজি ভিজি , আহা ভিজি
দুইয়ের ভেতর এক ,
আলতা পায়ে নেচে গেয়ে ,
রৌদ্র লাগে বেশ ।

তাধিন তাধিন গাইছি আমি
ফুল পাখিদের সাথে ,
মেঘ ফুরোলো , জল ফুরোলো
রোদপরীদের ঘাটে ।