বিধবার সাদা শাড়ি
ন্যাড়ায় মোড়ানো চুল !
হুংকার হুংকার
শ্যামা জলে ভেসে যাওয়া সিঁদুরের শব্দ
উচ্ছিষ্ট নর্দমা ।


আমি বিধবার কবি, বিধবার কথা বলি
আমি কান্নার কবি,কষ্টের কথা বলি ।
আমি বিধবা দেখেছি, রাতের অন্ধকারে
ওর চোখে নীরবতার কাতরতা নেই
ওর চোখে সজীবতার পরশতা নেই


ওরা বিধবা
বন্যা ভাসা নির্লিপ্ত ভোর .........।
খুঁটি দাঁড়িয়ে বিধবা
শূণ্যতার একাকীত্বে বন্ধ্যা অবলার স্পন্দন ,
পাশে ভেসে যাওয়া নদী একটি শব্দ
রিনিক করে দোলায়িত মন অসাড়তা !
উত্তাল বাতাসে ভয় সহস্র চোখের ভয়
ভয় ভয় ভীষণ ভয়, কালো হাতের ভয় ।।


একাকী বিধবা পরিত্যাক্তা
পাঁচিলে তীব্র কান্না, ফ্যানে ঝোলানো দড়ি
লাঞ্চনার আভাস্ ,ঝড়ে পতিত বৃক্ষ


মাঠের ফুটবলটা গড়িয়ে যাচ্ছে্ , ছেলেগুলো ভীষণ পাকা
কী হবে ফুটবল? না ফুটবলার??