নদী নক্ষত্রের নিচে
এক মুমুর্ষ বুভুক্ষ পাখি,
আর্তনাদে নিভে যায় নিয়নকাঠি
জ্বলে যাওয়া ছবির প্রদীপ।


সাতরঙা জল ,আকাশের থেকে, নেমে আসে সাদাঅশ্ব
পাতাছেড়া গোলাপ, কাটা কাটা রঙিন কাগজ,
চিলতে বাতাসে নিভে যাওয়া চুল, মলিন রঙ,


কারাগারের রৌদ্র,
শেকলের রৌদ্র,
নাকি মুক্তির রৌদ্র !


সন্ধ্যের লালিমায় পাখি যায় নীড়ে
বসে আমি বাতাসে,
দুখানা চোখ মেলে,
কালকের কবরে !


গোটা পৃথিবীর মাঝে অল্প কয়েকটা জায়গা আমার ভালো লাগে। বই,প্রকৃতি,সাহিত্য,বাবা মায়ের কোল আর নিজের সাথে সময় কাটানো।কখনো কখনো মুভি দেখতে খুব ভালো লাগে। রান্না করার শখ জাগে কখনো কখনো। সবচেয়ে খারাপ লাগে বাইরের জগত্টার সাথে লুকোচুরি অভিনয়ের এই খেলা।মানুষের ডিএনএ থেকে মনে হয় শিশুতোষ সারল্য জিনিসটা উঠে গেছে।মেকাপের আড়ালে উবে গেছে আসল মানুষগুলো। তাই হয়তো আকর্ষণ জাগে না।জাগলেও তা স্থায়ী হয় না। বিকালটা সুন্দর কাটছে।রান্না,নাটক দেখা,প্রকৃতি,বই ,পড়াশোনা।সত্যিই কি ভাগ্যবান নই??