যন্ত্রের মতো মানুষ
তাদের সাথে বিশাল ব্যবধি,
আমি রক্তের মাঝে কবিতা লিখি
অনুভূতিহীন মাংসের শতাব্দী ।


আমি শয়ে শয়ে অমানুষ দেখি,
মাংস মাংস করে কাঁদতে দেখ্‌
আমি ক্ষয়ে যাওয়া পাথর,ঝড়ে যাওয়া পাতা দেখি ,
অশ্রুর নামে অভিশাপ দেখি !


আমি নষ্ট মগজে হাতুড়ি দেখি ,
অজাচার বন্ধনে স্বার্থ দেখি,
আমি মিথ্যে প্রেমেও চাতুরি দেখি !
ক্ষয়ে ক্ষয়ে শেষ হওয়া ,
যন্ত্রের ছাই দেখি !


আমি মানুষ নামে অমানুষ দেখি,
প্রেম তুমি বহুগামী নাকি???