বাচ্চার মতো জল ফেলে ,
                     অভিমানে ফুঁপিয়ে ফুঁপিয়ে
লাল চোখ ,গোলাপী নাক ,
                   ঠোঁটে ঠোঁটে কান্না চেপে ,
বাচ্চার মতো জল ফেলে ফেলে ।


কান্নারা আসে বেশ
                 মিলিয়ে যায় নিমেষ ,
মন হু হু করে বেশ
                   হঠাত নিঃশেষ !


অনাদর ভয়ংকর
              মনখারাপের শেষে ,
অনাদরে বাচ্চা কাঁদে
                খেলছে কেঁদে কেঁদে ।


কষাই যদি বন্ধু হলো
                পাথির  বালিশ হলে ,
ছোট্ট শিশুর ফাটল মাথা
                     ডুকরে কেঁদে কেঁদে!


উৎসর্গ ঃ পাথর,কষাই হৃদয়ের বেস্টফ্রেন্ড।