আচ্ছা আমি কি স্বপ্নের মতো বিরহী?
নাকি উদ্বাস্তের মতো স্বপ্নহীন?
গর্জন মেঘে ,বাজের ঝিলিকে, উড়ে যাওয়া মন বল
কেন হাসাতে ,অঝোরে ভাসাতে ,শতদল নামে ঢল !
মিথ্যে বয়ানে ,মিথ্যে ভূঁইয়ে, মিথ্যে সলীলে কে ?
নিজ তরঙ্গে ,আনমনে আঁকা , রঙিন তারারা যে?
আমি রঙ ছেড়ে বিবর্ণ হই, মন ভুলে হই মানুষ
দিনরাত তার একাকী সাধনা, নিশ্চিত নিশ্চই !
পৃথিবীর কোলে না থাকা ,একজন মুসাফির
আবরণ আর আলোড়ন দেখা , অসার অভাগীর।
মানুষ নামে ঢলে ঢলে, নাটুকেরা গায় গীত
দেখে যাই সখি , অদ্ভুত খেলা , শূন্য অবণীর ।