মৃত্যুর অধিকার নেই
জীবন্ত দাবিতে লাশ,
গুম হওয়া মানুষ
চলন্ত অভিশাপ।


রাঙা ডুমুর বাতাসের তালে,দোল দোল খেলা করে
পত্রপল্লব বাতায়নে তার ,মায়া মায়া লাগে।


হাজার জনম ,হাজার মরণ মৃত্যুর অধিকার
পায়না মানুষ,হেঁটে চলা লাশে, আচমকা বাতাস।



বাঁচার মতো করে বাঁচা প্রয়োজন।নানা কারণে আমরা বাঁচার আনন্দ,শান্তি বা জীবনীশক্তি হারাই। সাদা মনের জমিনকে অনুতাপ,বিরহ,অন্যোর উপর করা অন্যায়ের স্মৃতি দিয়ে ভরিয়ে তুললে হারিয়ে যায় সরলতা।সরলতা হারিয়ে গেলে হারিয়ে যায় শান্তি ,ভালোবাসা।নিজের উপর পাপ হতে দিলে ,অন্যায় হতে দিলেও এই আভ্যন্তরীণ জীবনীশক্তির ক্ষয় হয়। পৃথিবীতে কত মানুষ নিজের প্রজাতিটাকে ঘেন্না করে তার হিসাব কে রাখে।কত মন ব্যথাতুর হয়ে ক্লিষ্ট,পিষ্ট তা আমরা আর কতটুকু জানি।কিন্ত এখন আমরা যেমন সবটাই না আমাদের বাইরের পরত।আসলে আমরা তো শান্তি চাই।শান্তি ,জীবনীশক্তি পাওয়ার জন্যোই এত সংঘর্ষ,লড়াই,ক্ষমতার প্রতিযোগিতা।শান্তি ব্যক্তির আন্তরিক আভ্যন্তরীণ স্তর থেকে জন্ম নেওয়া একটা বিষয়।তাই কিছু মানুষ ভেতরে ইমোশনাল পয়জন নিয়ে ঘুরে বেড়ায় হেঁটে চলা লাশ হয়ে,আর কিছু সরল মানুষ নিঃশ্বাস নেয় অফুরন্ত প্রাণশক্তিতে।জয় আসলে কার?