দুরন্ত স্বপ্নের মতো খুলে যায় এক দুই তিন বলতে থাকা হৃদয়,
নীরবে গোপনে কল্পনার হাঁসের পিঠে উড়ে চলে শ্যামাঙ্গী শঙ্খমালা,
তোমায় চিনি ,চিনিনা,খেয়েও খাইনা, কি এ শঙ্কা
অন্ধকার স্তনে ,বিষের আভাসে,বিষাক্ত রমনীর তীব্র স্নেহে
আমি মুক্ত ,উন্মুক্ত,ছেড়ে তারে ছাড়িনা
ফাঁকা চাঁদে ,হীম হাতে, স্নেয়ে মেশানো বিষে
প্যারাফিনের ধোঁয়ার আভাস ।
সূর্যের আলোয় ,ভাঙা ধোঁয়ায় ,কালো‌ কালো আভাস
জ্বালা ধরা ধোঁয়ায় জ্বলা বাতাবিলেবুর গন্ধ ,
আর সাধে ঘুরে বেড়ানো হরিণীর উন্মত্ততায়
এলোমেলো নিঃশব্দতা ।


বিকেল বিকেল কোন সে বিকেল ,চোখে রাখায় চোখ
ভুলে যাই সব ,ভোরের রাতে ,
নিরুদ্দেশ,নিগুড়!