কিছু প্রতিকৃতির মূর্তির সম্মুখে,
আমি জানি, আমি জানি না ।

তোমার মনে লুকোনো একরাশ মিথ্যা ,
অভিনয়ের কৌশলী বিশ্বস্ততা !

তোমার মনে লুকোনো গোপন প্রেমিকা
রাত বিরেতে জেগে ওঠা অতীত ।

শূণ্যতা ,নির্মম ,নিভৃতে দেখি
অভিনয় করা তুমি...

যতসত প্রেম, মোহ-মমতা ,মায়ার সম্ভারে
আমি সিক্ত-রিক্ত, শিকল পড়া
মুক্তির সন্ধানে।

বেরিয়ে আসি ছেড়ে!

ছলনার শিকারে ,
কবিদের মন ভাঙে
বারে বারে,
বারে বারে............।