তখনো সকাল হয়নি
কূহেলী জাপটে আছে পৃথিবী
ধূসর একটা চাদোর
দিগন্ত থেকে আমাদের
বাড়ির উঠোন পাইদোর
জানালার পর্দা সরাতেই
একটা দমকা হাওয়া
তেড়ে আসে আমার দিকে
বেসামাল হয়ে
পা হড়কে পড়ি
দেখি টেবিলের বই খাতা
আনলার জামা কাপড়
ইতস্তত বিক্ষিপ্ত
ব্যাস্ত চলাচল করে
দরজা খুলে দেখি
এক গোছা বনফুল হাতে
চন্দ্রসোভা মুখে
দাঁড়িয়ে আছো তুমি ।