ঘুম ভাঙলে প্রথমে চোখ মেলে
তোমাকে দেখব বলে ;
একটা আস্ত রাত-
এক নিমেষে হেঁটে পার হলাম ।
দুপুরে তোমার নিজের হাতে রান্না-
কলমিশাক আর কড়াই শুটির ডাল
খাব বলে অকারণে-
ছুটি দিয়েছি বাবুর্চিকে ।
বিকালে শুধু তোমাকে নিয়ে ;
দিগন্ত পারে - সূর্য ডোবা দেখব বলে
কাক-কোকিল সব পাখিদের,
নিঃশব্দে বাসায় ফিরতে বলেছিলাম ।
সেই কাক ভোর থেকে দুপুর
দুপুর থেকে বিকাল গড়িয়ে সন্ধ্যা
এল ।
কখন আসবে তুমি ?