আমাকে ছুঁয়ো না
আমি সদ্যোজাত শিশুর মুখে
দুধের বতল ধরে ছিলাম
ছুঁয়ো না আমাকে
আতুর ঘরে আবিষ্ট ছিলাম আমি
আমি ফুটানো জল নিয়ে
নিরাকার সমুদ্রে ভেসেছিলাম
আমাকে ছুঁয়ো না তুমি
তোমার মল মাড়িয়েছি আমি
ছুঁয়ো না আমাকে
শবদাহ করে আসছি আমি
এখনও চিতাভস্ম লেগে গায়ে
আমার কাছে কিছু চেয়ো না
হাতকড়া আমার হাতে
আমাকে চলতে বলো না
শিকল আটা পায়ে
আমাকে দেখতে বলো না
চোখের পাতা ডেনড্রাইটে আটা
আমাকে গাইতে বলো না
গলা ফাটা-ফাটা গলা আমার
আমাকে বলতে বলো না
মুখে আমার কুলুপ আটা
আমাকে শুনতে বলো না
বদ্ধ কালা আমি
শুনতে পারবো না
আমাকে আর ভালবাসতে বলো না
পারব না বাসতে ভালো আমি
আমার সকল ভালবাসা
দিয়েছি তোমাদের সেই জন্মলগ্নে
আমি আর ভালবাসতে পারব না ।