ভালোবাসা নামক একটা শব্দ
আমাকে তাড়া করে চলেছে অহোরাত্র
কখনো কখনো দস্যুর মত অতর্কিতে
ঢুকে পড়ে আমার ঘরে
হঠাৎ আবার সদ্যো ফোটা
ফুলের মতো চঞ্চলতায় উচ্ছ্বাসে
শিশুর মতো  খিলখিলিয়ে হাসে
কখনো কখনো দেহের উপর
অতি নিষ্ঠুরতায় দাপাদাপি করে
অস্তিত্ব গুলো ফেটে চৌচির হয়
রক্ত ফল্গু যেন স্রোতস্বিনীর ধারা
উদভ্রান্ত গতি নিয়ে ছোটাছুটি করে
কখনো ডাইনে কখনো বাঁয়ে
ভালোবাসা নামক একটি আতঙ্ক
আজও তাড়া করে চলেছে আমাকে
কবে হয়ত গোটা শরীরটাকে
চুরি করে নিয়ে যাবে খোলা মাঠে
সেখানে ফেলে হাতিয়ে নেবে সব নিঃশ্বাস