দহন কেবলই দহন
সূর্য কিরণ কিম্বা কেরোসিন জ্বলন
কাঠ কয়লা পুড়ে পুড়ে ছাই
মাটি রূপান্তরিত হয় পাথরে
রৌদ্র তাপে পোড়ে গাছপালা
খালি বিল ডোবা
নদী সাগর মহাসাগর
জ্যোৎস্নালোকে পোড়ে কল্পলতা
শীততাপে শিশির সিঞ্চন
মোমবাতি বড্ড ধীরে জ্বলে
নিয়ন আলো বুঝি সে কথায় বলে
তুলসী তলে জ্বলে মাটির প্রদীপ
শলতে শেষ না হতেই
অহঙ্কারী শিখা অন্ধকারে মেশে
অদূরে বসে বসে
ধূপ হয়ে পোড়ে হৃদয়
অসীম নিরাকার
সমুদ্রের পানে চেয়ে