বৃষ্টি হলে ধস নামে, পাথর খন্ড খসে পড়ে
পাহাড়ের বুক থেকে মাটি খসে রাস্তায়
ধস ক্রমাগত নামছে সমাজের বুকে
সহোদর অনায়াসে ছুরি মারে অনুজে
শুধুমাত্র পার্থিব সম্পদের নেশায় মত্ত
সন্তানের হাতে; শোণিত হয় পিতা মাতা
বৃষ্টি হলে ধস নামে পাহাড়ে
অথচ বৃষ্টি নয় ঝড় নয়
সুনামি কিম্বা ভূমিকম্পও নয়
তবু ধস নামছে সমাজের সর্বত্র
এপাড়ায় ওপাড়ায় গ্রাম থেকে শহরে
ইষ্টবেঙ্গল মোহনবাগান সিপিএম তৃণমূল
হিন্দু মুসলমান আমেরিকা ইরান সর্বত্র
আজ-কাল আমরা দূর্ঘটনায় আহতের
সেবা শুশ্রুষার বদলে তার কারণ খুঁজতে ব্যস্ত
প্রতিনিয়ত চোখের সামনে অন্যায় সংঘঠিত হলে
কেবলই শুনতে পাই, 'আমার কিছুই করার নেই'
এযেন অদ্ভূত আঁধার এক গ্রাস করেছে পৃথিবীকে
কবির কথা কি সকলে ভুলে বসে আছে ?
"অন্যায় যে করে অন্যায় যে সহে
তব ঘৃণ যেন তৃণ সমুদ্বয়ে"
ভেবে অবাক হই বিজ্ঞানের বিজয় রথ
এগিয়ে চলেছে, মানুষের গড় আয়ু বাড়ছে
তবু আজও কেন সমাজের আনাচে কানাচে
অশিক্ষা কুশিক্ষা আর অলৌকিক দৈবের দোহায়
ধস নামছে পাহাড়ে ধস নেমে চলেছে
তোমার মনে আমার মনে সকলের
আজও যদি আমরা প্রতিবাদ নাকরি
চোখের সামনে অন্যায় সংঘঠিত হলে
মুখে মুখোশ চোখে ঠুলি পরে বসে থাকি
তবে একদিন ঘোর অন্ধকারে ডুবে যাবে পৃথিবী
একটি নয় সহস্র সূর্যের আলোতেও
অদৃশ্যমান রয়ে যাবে সবুজেঘেরা বসুন্ধরা
আজও বৃষ্টি হলে পাহাড়ে ধস নামে
ধস অব্যাহত সমাজের কোনে কোনে
এই ধস কি চলতেই থাকবে চলতেই থাকবে ?