বাগ্মিতার শিল্পে
     শব্দের জাগলারিতে
        ঢেকে যায় বাস্তবতার মুখ
জীর্ণ কাঁথার ভাঁজে
প্রতিনিয়ত উলঙ্গ হয় স্বপ্ন
তবু প্রকৃতির নিয়মে
নিরবে বেজে চলেছে
ভোরাইয়ের আগমনী সুর

অস্তিত্বের সংকট কাটাতে
দরোজা- জানালার পর্দা
হাওয়ার তালে তালে মাথা নাড়ে
পাকা আমের রস ফেলে
উচ্ছিষ্ট ঠোঁটে চুমু খায়
দোয়েল আর ময়না


শুন্য ঘর অন্তহীন রাতের বিছানা
অ্যাসট্রেতে সিগারেটের শেষাংশের
ধোঁয়া আর জীবনের এপিসোড
                      মিলেমিশে একাকার