রাত্রি তৃতীয় প্রহর
নিঝুম অচল অন্ধকার
ছিলিং ফ্যানটি কী ভীষণ পরিশ্রমী
ঘুরছে তো ঘুরছেই
চোখে মুখে ক্লান্তির
রেখা চিহ্ন নেই
একদিকে টিকটিকির
কিটির কিটির শব্দ
অন্য দিকে সুলতানি যুগের
বাদশাহী দেওয়াল ঘড়িটি
চলেছে টিক এ টিক টিক এ টিক
তড়াস ঘুমে আচ্ছন্ন আমি
হঠাৎ কে যেন
টানছে মাথার বালিশ
তন্দ্রালু চোখে অস্ফুটে বলি
কে তুমি এত রাতে এখানে
আমি - আমি আশা
- বলো কি চাও
আমি নিতে নয় দিতে এসেছি
কি কী আবার দেবে
এক আকাশ স্বপ্ন
ওঠো জাগো পায়ের উপর দাঁড়াও
ওই শোনো বাতাসের আনাগোনা
ওই শোনো ঝেঝিপোকার কান্না
শুনতে পাচ্ছোনা
সমুদ্রের ঢেউ কী বলতে চায়
দেখ রাত শেষ হয়ে এলো তবু
সিলিং ফ্যানের ক্লান্তির লেশমাত্র নেই
টিকটিকি কীট পতঙ্গ খেয়েই চলেছে
আর বেড়েই চলেছে
লেজ কেটে পড়ে গেছে খন্ডে খন্ডে
বাদশাহী ঘড়িটি চলেছে তো চলেছে
টিক এ টিক টিক এ টিক ।