স্বাধীনতা' নামক শব্দটি ,
অভিধানের পাতায় -
গভীর ঘুমে আচ্ছন্ন ছিল ;
তা প্রায় যোযনকাল হবে  ।
কাল গভীর রাতে
হঠাৎ আমার ঘুমন্ত শরীরটাকে
ধাক্কা দিয়ে দিয়ে ডাকছে 'স্বাধীনতা ' !


ওঠো জাগো-
এখনো কেন, বিষঘুমে আচ্ছন্ন  !
সমাজ আজও সর্পদষ্ট ;
অধর্মের আগুনে জ্বলছে সমগ্র জাতি ।
লখীন্দরের মতো কালঘুমে -
নিমগ্ন থাকবে কতকাল ।
জাগো ওঠো , ওঠো জাগো ;
দেখ বেহুলার বেশে
শত শত  নারী তোমার দ্বারে ।


দেখ দেশে এখনো নিরক্ষরতা কুসংস্কার
আর অপসংস্কৃতির ব্যাধি ।
আত্মকেন্দ্রিক স্বার্থপরতার পাপস্পর্শে ;
সমগ্র আকাশ আজ তমসাঘন ।


ওঠো জাগো ; জাগো ভোরাইয়ের সুরে,
জাগো ভাটিয়ালি গান গেয়ে ।
জাগো নববিকশিত ফুলের-
পাপড়ির মতো হাসি কল্লোলে ।


এখনো দেখো পাড়ায় পাড়ায়
দারিদ্র্য অপুষ্টি অনাহারের অসুখ ।
এখনো দেখো রুকসনার ছেলেটা
সুবলের মেয়েটা পাঠশালা বিমুখ !
এখনো বিষ্টু দুলের বউ
বিশুদ্ধ জলের খোঁজে -
খালি পায়ে হাঁটে তিন ক্রোশ পথ ।


ওঠো জাগো এখনো কেন
বিছানায় আবিষ্ট আছো ?
ওই দেখ , দেখ ওই -
নতুন সূর্য 'স্বাধীনতা '
ডাকছে তোমায় , ডাকছে তোমাকে;