ইছামতি তোমার চোখে জল
তোমার করুন আর্তনাদ
আমার বুকে আমাদের বুকে
তীরের মতো আঘাত করে
বারে বারে
তোমার উচ্ছ্বল যৌবন ঢেকে গেছে
দাম আটা কচুরি পানায়
তোমার লাবন্যের মুখে আজ
পাতা শ্যাওলার ছ্যাদলা
তোমার গতিমর দুটি পা
কালের তীরে অবরুদ্ধ
আচ্ছা ইছামতি তুমি কি
গভীর রাতে একা একা কাঁদ
কেন কাঁদ
কার জন্য ফেল চোখের জল
তোমার চারিধারে স্বার্থান্বেসীর দল
লোলুপ দৃষ্টিতে
তোমার গতি লক্ষ্য করে
কেউ কেউ তোমার হাত পা কেটে
করেছে ভাটা দিয়েছে ভেড়ি
কেউ আবার তোমার দেহের
সব রক্ত চুষে
বানাতে চায় ইমারথ
জানি আজ আর কেউ
খেলতে চায়না তোমার সাথে
তোমার খেলার সাথী 'অপু-দুর্গা'
আজ তারা অনেক দূরে
আকাশের গহ্বরে
তবু তারা প্রার্থনা করে
প্রতি বরষায় যৌবন আসুক
তোমার বুকে
আবার তোমার শরীর
নেচে উঠুক উচ্ছ্বল আনন্দে ।