কিছু কথার ভীষণ জোর, মাইক্রোফোনের মতো
কিছু কথা একেবারেই শান্ত , রাতের শিশিরের মতো
কিছু কথা অতীতের কিছু বর্তমানের
কিছু ইতিহাসের কিছু সাহিত্যের
কিছু কথা আটপৌরে কিছু সময়ের গভীরে
কিছু কথা গ্রাম্য ভাষায় বলি, কিছু শহুরে
কিছু কথা আদ্র আষাঢ়ের বৃষ্টির মতো
কিছু কথা শুষ্ক দহিত ছাইয়ের মতো
কিছু কথা ভেবে বলি কিছু মনের অভিসারে
কিছু কথা রেখে ঢেকে বলি কিছু লোক মাঝারে
কিছু কথা অনাহারী গোরু খেয়ে ফেলেছে
কিছু কথা জাবর কেটে ফেলে দিয়েছে
কিছু কথা কাক পক্ষি ঠোঁটে করে নিয়ে গেছে
কিছু কথা অসাবধানে ফেলতে ফেলতে গেছে
কিছু কথা আলমারিতে জামা কাপড়ের মাঝে
কিছু কথা সাজিয়ে রাখা তাকে বইয়ের ভাঁজে
কিছু কথা  মা সকালে ঝাঁট দিয়ে ফেলেছে
কিছু কথা এখনো ধূলায় গড়াগড়ি খাচ্ছে
কিছু কথা সুরের মূর্ছনায় ভাসছে
কিছু কথা কান্নার সায়রে অনুরিত হচ্ছে
কিছু কথা আকাশে ভেসে ভেসে আছে
কিছু কথা মেঘে, বৃষ্টি বহে আনছে
কিছু কথা চাঁদ তারাদের সাথে আশ্রিত
কিছু কথা উল্কা বৃষ্টি মতো পতিত
কিছু কথা জোনাকি পোকা, রাতের আকাশে ওড়ে
কিছু কথা গাছের মৃত পাতা, একে একে ঝ'রে
কিছু কথা বাহারি পোশাকে রমনীর গায়ে
কিছু কথা পরিত্যক্ত কাগজে, পথচারীর পায়ে
কিছু কথা শীতের রুক্ষতায় লুপ্ত
কিছু কথা বসন্ত কলিতে সুপ্ত
কিছু কথা প্রচলিত, লোকে মুখে মুখে বলে
কিছু কথা কেউ বলে, কেবলই মনের খেয়ালে
কিছু কথা যেন উড়ে এসে, যেখানে সেখানে পড়ে
কিছু কথা কেউ শোনে, কারুর চোখ ছানাবড়া করে
কিছু কথা পথের মোড়ে, আড্ডাবাজ ছেলেদের মতো
কিছু কথা খুব পুরোনো,মুনিঋষিদের মতো
কিছু কথা সূর্য্যের মতো সত্য
কিছু কথা উদ্দাম উন্মত্ত
কিছু কথা সুদূর আকাশ, নীল সাদা মেঘের মতো
কিছু কথা অতিনিকট, জন্মদাত্রী মায়ের মতো
কিছু কথা বনে উপবনে, নিত্যঘোরা প্রাণী
কিছু কথা হৃদয় চোরা, জেলবন্দি আসামি
কিছু কথা বড়োই কঠিন, পাহাড় পর্বত ভূধর
কিছু কথা খুবই তরল, নদী সাগর মহাসাগর
কিছু কথা অতিব গভীর, নারী চরিত্রের মতো
কিছু কথা একেবারেই ফাঁপা, বাতাসের মতো
কিছু কথা অনন্ত, পৃথিবীর মতো সুপ্রাচীন
কিছু কথা ভালোবাসার মতো অতি নবীন