ধৃতীজিতা' আমার প্রাণেষু 'তনু'
তোমাকে নিয়ে যে কবিতা লিখেছি
তা কোন প্রেসে কোন পত্রিকায়
কিম্বা কোন লিটিল ম্যাগাজিনে
দিতে চাই না আমি
গতকাল থেকে আজ সন্ধ্যা অবধি
অন্তত জনাসাতেক রিপোর্টার
এসেছেন আমার কাছে
একটি নতুন কবিতা তাদের চাই
সকলকেই নিরাশ করেছি
তোমার ওই কালিদহের গহীন জলের মতো
চুলের কথা শুনে 'সুস্মিতা সেন' লজ্জা পাবে
টিয়া পাখির ঠোটের মতো তোমার নাক দেখে
'নারগিস দত্ত' বেঁচে থাকলে
তিনিও পর্দার আড়ালে মুখ লুকাতেন
তোমার ওই গোলাপের পাপড়ির মতো ঠোট দেখে
যদি শরতে মাঠে মাঠে কাশ ফুল না ফোটে
ময়ূরের মাথার মতো তোমার ওই চোখ দেখে
'ঐশর্য্য রায়' যদি অন্ধ হতে চায়
তোমার সুমধুর হাসি কলতানে
যদি নদী, গতিপথ হারিয়ে ফেলে
তোমার অনন্ত যৌবনের উচ্ছ্বাসে
পাহাড় থেকে যদি ঝরণা না ঝ'রে
তোমার স্নেহ মমতার স্পর্শে
বাতাস যদি স্তব্দ হয়ে যায়
এতসব দুঃস্বপনে শুধু কিছু মানুষের নয়
শুধু সমাজ কিম্বা প্রকৃতিরও নয়
এই পৃথিবীর ঘোর অমঙ্গল হবে ।