চলতে চলতে পথ, দেখা হল যার , সে অচেনা আমার ; /
খোলা মাঠ নীল আকাশ সরু পথ কার না ভালো লাগে আর ।/
হেঁটে চলেছে অপরিচিতা কে সে ? জানতে ইচ্ছা করে মনে ,/
ভীরু লাজুক মন জিজ্ঞাসা করে না কিছু চলে দ্বিধাগ্রস্থ মনে।/
এইভাবে কিছু দূর হয়ে অগ্রসর পথ হল শেষ , /
আমার নয় তার , আমার এখনো আছে কিছু অবশেষ । /
জানি না এপথে আমার আর কবে হবে আসা ; /
যদি ফিরে আসি যেন পাই তার দেখা অন্তরে আশা। /
কিছুদিন পরে চারি দিকে ঘুরে আবার এলাম সেইপথে, /
এ আমার হতাশা শুধুই ব্যর্থ আশা হল না দেখা তার সাথে। /
চলেছি একা রাস্তা আঁকা বাঁকা প্রিয় তুমি কোথায় ? /
জানতে কী তুমি আসব আজ আমি এই রাস্তায় ? /
আমারইতো আশা তার শুধুই আসা জানবে সে কেমন করে ! /
আমার মনের আশা হয়েছে ভালোবাসা সেযে আমারই অন্তরে। /
বহুদিন হলে গত প্রায় বছর ত্রিশ মতো দেখা পেলাম তাঁর , /
এতদিন শেষে বদলে গেছে সে পরিবর্তিত তাঁর আকার । /
আজ বুঝি আমি হয়ে অন্তর্যামী চলি আমি যে পথে , /
এ পথে নেই তাঁর আশা নেই ভালোবাসা সে চলে অন্য পথে ।