কত ঋতু এলো গেল ; কত শতাব্দী পর ,
তবু সেই মা- মাটি- গাঁ; রয়েছে একই সাথে ,
পৃথিবী, তবু চলেছে , আপন কক্ষপথে ।
আম জাম কাঁঠাল বনে; কত পাতা ঝ'রে গেছে,
নতুন কচি পাতা গজিয়েছে; প্রতি গাছে ।
তবুও সবুজ মাঠ, সবুজ ঘাস , সোনালী প্রান্তরে -
ফসলের গন্ধ বাতাসে ভাসে; নদী তীরে ।
প্রতি প্রভাতে , নতুন আলো দেবে প্রভাকর ।


সবুজে ঢাকা সরবরে এখনো আছো -
রাতের পাখি শুতে গেলে কখনো দেখেছো ?
কোন মাছরাঙা-গাঙচিল; একান্তে তোমাকে চায় !
ঈশান কোনে কালো মেঘ , রাতের জোছনা ফুরায় ।
জানি মহাশুন্যে অসংখ্য নক্ষত্র থাকে
পুরানো পৃথিবী ঘুরছে সেই, একদিকে ঝুকে ।