কাঁঠালপাতার দল মিশে আছে শিশিরের সাথে
আকাশের কালো মেঘগুলি নিজেদের কলরব
গঞ্জনা সেরে, চলে গেছে কবে , কত সেইসব
রাতের তারারা, চন্দ্রকে ঘিরে, এমন করে -
মায়ের সোহাগ পাবে বলে হুড়হুড়ি করে ।
সেই শৈশব থেকে এই সব কাঁঠাল বন অবিরত ;
এই সব আকাশ নক্ষত্র দেখেছি কত শত !
বিস্ময়ে হতবাক হয়ে, চেয়েছি পশ্চাতে ।


কঠিন শান্ত অন্ধকারে অস্ত গেছে তপন
মহাকাশে ওই, বায়ু আঁধারে হারায় স্বপন ।
হাজার বছর ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি
দেখতে দেখতে হাত দুটি, কাঁধ হতে পড়ে ঝুঁকি-
আঙুল স্পর্শ করেছে ; এভাবে  কান দুটো তার-
শুঁড়ের মতো, নাক টি বেড়ে হয়েছে তলোয়ার ।