সিগারেট জ্বালিও না
নিজের মৃত্যু পথে অন্যকে সতীর্থ করোনা
থুতু ফেলনা যেখানে সেখানে
মশা-মাছি মহানন্দে চড়ুইভাতি করবে
যেখানে সেখানে আবর্জনা ফেলনা
রোগ জীবাণু সর্বক্ষণ কৃষিক্ষেত্র খোঁজে
মহিলার দিকে আড় চোখে চাহিও না
সেণ্ট্রাল পার্ক সাধারণের জন্য নয়
ভরপেট আহার ভালো নয়
একবার ভুড়ি বাড়লে আর কমে না
অন্যের অর্থে ইর্ষা করোনা
তৃতীয় বিশ্বে কীট-পতঙ্গ আর
দারিদ্রের অনুপাত প্রায়-সমান
ভুলেও উচ্ছিষ্ট খেয়ো না
না হয় এক আদবেলা হরিমটর খেয়ো
অশুখ হলে ডাক্টারের পরামর্শ নাও
নইলে হাসপাতালে যাও
জান বাড়ি কিম্বা ঠাকুর বাড়ি যেও না
ঠগি আর ঠগবাজদের হাতে পড়ে
একটা জাতি আজ ধ্বংসের মুখে
ভোরের হাওয়া মেখে পথ হাঁটো
দিনে একটা সময় বার করে সংবাদ পত্র পড়ো
রাজনীতির ধান্দাবাজি বুঝতে চেষ্টা করো
ধর্ষকের বিরুদ্ধে তোমার কণ্ঠ সোচ্চার হোক
দিল্লী-কামদুনি-খরজুনা-রানিতলা
মধ্যমগ্রাম ---, আর শুনতে চাইনা
মানি-পার্সে কাগুজে নোটের বদলে
ব্লাঙ্ক চেকের কি দরকার ?
নিজের পেশা ঠিক করো
মদের লাইসেন্স না নিয়ে
শিক্ষানিকেতন গড়তে পারো
এখন দেশে-দেশে অশিক্ষা-কুসংস্কার
জীবনের গতিপথ আটকে আছে
সব কথা গীতা-ভাগবত-পুরান
বাইবেল কিম্বা মহাকাব্যে পাবে না
এমনকি মন্দির-মসজিদ-গির্জা শ্মশানেও নয়
মহান যীশু বলেছেন-অন্ধকার থেকে উঠে এসো
স্মামীজি বলেছেন-রক্তদান করো
শুধু বাঁচার জন্য-বেঁচে থাকা নয়
কর্মে নিবিষ্ট থাক
কবি সুকান্তে সহমত হয়ে দৃপ্ত কণ্ঠে বলো
"যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপনে পৃথিবীর সরাব জঞ্জাল"